বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরশহরের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করলেন মেয়র কমেট চৌধুরী

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতীক নবেল করোনা ভাইরাসে আতংকিত না হয়ে শতর্ক হওয়ার আহবান জানিয়ে ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো ব্যাপক প্রচার - প্রচারণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার পৌরসভার উদ্যোগে নীলফামারীর জলঢাকায় লিফলেট বিতরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং পৌরশহরের বাসষ্ট্যান্ড, বঙ্গবন্ধু চত্বর ও জিরোপয়েন্ট মোড়সহ বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। এসময় মেয়র বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারাণ করেছে।শতর্কতার সাথে পরিস্কার-পরিচ্ছন্নতা মানুষের এখন বড় প্রয়োজন। তাই শহরে ঢুকে পড়া পথচারিদের জন্য বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শহরে জনসমাগম এড়াতে নিজ নিজ বাড়িতে যেতে বলেছেন। এদিকে ভারত, মরিশাস, মালয়েশিয়া, ওমান ও দুবাই (বিদেশ) থেকে ফেরত আসা ৩৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছে। তারা ১৪ দিন নিজ বাড়ীতে সরকারি নির্দেশনা মোতাবেক অবস্থান করছে বলে জান গেছে।