বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলার অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন কাঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন ও অনির্বান বিদ্যাতীর্থের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৪টি স্কুলের মধ্য থেকে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অক্সফার্ম বাংলাদেশ ও চ্যানেল আইয়ের সহযোগিতায় ৪দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ৫৬ টি স্কুল মাদরাসা অংশ নিচ্ছে।