বিজ্ঞাপন দিন

ডোমারে ৮টি ভারতীয় গরু উদ্ধার

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত চিলাহাটি এলাকায় আটটি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ভারতীয় সীমান্ত চিলাহাটির স্বব্ধিগঞ্জ এলাকার পাথর জুয়েলের বাড়ি হতে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। এসময় পাথর জুয়েলসহ কয়েকজন চোরা কারবারি পালিয়ে যায়। গরুগুলো চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। বাড়িতে অবস্থান করা পাথর জুয়েলের মা জিন্না বেগম জানান, আজ সকালে ইব্রাহীম, ফটিক, শাহিন ও মাছ বাবলু গরুগুলো আমাদের বাড়িতে রেখে যায়। রাতে গরুগুলো তাদের নিয়ে যাওয়ার কথা রয়েছে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম ভারতীয় গরুগুলো উদ্ধারের সতত্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার কাজ চলছে। এলাকাবাসী জানান, ভারতীয় সীমান্ত ৭৭৯ ও ৭৮০ নম্বর পিলারের মাঝ দিয়ে তাঁরকাটা না থাকায় রাতের বেলায় প্রতিদিন অবৈধভাবে শতশত ভারতীয় গরু চোরাকারবারীরা নিয়ে আসে। ইব্রাহীম, জুয়েল, ফটিক, শাহিন ও মাছ বাবলুসহ প্রায় অর্ধশত মানুষের একটি সিন্ডিকেট রয়েছে।