বিজ্ঞাপন দিন

নীলফামারীতে মানবজমিন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে মানববন্ধন করেছে পত্রিকাটির জেলা প্রতিনিধিসহ নীলফামারী জেলার দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শনিবার দুপুরে নীলফামারী পৌর মার্কেট দৈনিক মানবজমিন অফিসের সামনে পত্রিকাটির জেলা প্রতিনিধি দীপক আহমেদ এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় দৈনিক ভোরের কাগজের সামছুল হক, ফিনানসিয়াল এক্সপ্রেস মাহমুদুল হক আবু মুসা, দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের আব্দুল বারী, ইত্তেফাকের শীষ রহমান, যায়যায়দিনের এস এ প্রিন্স, আমার সংবাদের আল-আমিন, দি-এশিয়ান এইজের রাজা আহমেদ, একুশের বাণীর সাইফুল ইসলাম মানিক ও আমার বার্তা পত্রিকার বি এম খাজা নেওয়াজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে বক্তব্য রাখেন। ইতিপূর্বে হয়রানিমূলক মিথ্যা মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক সাংবাদিক শফিক রেহমান, নিউনেশন সম্পাদক মন্ডলীর চেয়ারম্যান ব্যারিষ্টার মইনুল হোসেন ও অলিউল্লাহ নোমানকে কারান্তরীন করে নিগৃহীত করেছে। তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। এছাড়াও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছে। তাই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান সাংবাদিক নেতারা।