বিজ্ঞাপন দিন

পৌরসভার কর্মচারীদের নিয়ে মিটিংদস্যের কমিটি গঠন : আজ প্রথম আলোচনা অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যাবলী সমন্বয় ও মনিটরিং করার জন্য পৌরসভার বিভিন্ন শাখার কর্মচারীদের নিয়ে ১০ সদস্যের কমিটি গঠন ও কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। পৌর সচিব আশরাফুজ্জামানকে সমন্বয়কারী ও হিসাব রক্ষক আওলাদ হোসেনকে সভাপতি এবং নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মামুন অর রশীদকে সদস্য সচিব সহ আরো ৭ জনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে পৌর কার্যালয়ে ওই কমিটির প্রথম আলোচনা সভা করা হয়েছে। উল্লেখ করা হয় যে,

১। এই কমিটি সকাল ১১ - ০০ - ১,৩০ ঘটিকার মধ্যে সুবিধাজনক সময়ে প্রতিদিন মিটিং করবে। 
২।এই কমিটি করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভা কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। 
৩। পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা মনিটরিং করবে। 
৪। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যাবলী যেমন স্প্রে কার্যক্রম, মশক নিধন কার্যক্রম এবং কাচা বাজার ও ঔষধের দোকান সহ বিভিন্ন দোকান নিয়মানুযায়ী মানছে কিনা যাচাই করা। 

৫। জেলা ও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা।
৬। করোনা প্রতিরোধে ওয়ার্ড কমিটিকে প্রয়োজনীয় সহায়তা করা। 
৭। ভিজিএফ চাল সহ ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা করবে। 
৮। মেয়র - কাউন্সিল ও সচিবের নির্দেশাবলী পালন করবে। 
৯। সরকার নির্দেশিত সময় সময় বিভিন্ন কার্যাবলী পালন করবে।