বিজ্ঞাপন দিন

নীলফামারীর ডিমলায় জনপ্রতিনিধিদের ত্রান সামগ্রী বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ি ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের লকডাউনে থাকা হতদরিদ্র পরিবার গুলোর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এই ত্রান সামগ্রী বিতরণ করেন গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামসুল হক ও টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মইনুল হক। গয়াবাড়ী তিনটি ওয়ার্ডে ২৪৩টি এবং টেপাখড়িবাড়ীতে ১৯৪টি হতদরিদ্র পরিবার গুলোর বাড়িতে বাড়িতে গিয়ে ১০ কেজি করে চাল দুরত্ত্ব বঝায় রেখে তুলে দেওয়া হয়। অপর দিকে টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক বয়স্ক বিধবা মহিলাদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, সরকারী ত্রানের পাশাপাশী আমার ব্যক্তিগত উদ্দোগে শুকনো খাবারসহ প্রায় সাড়ে চার মাস্ক ও সাবান বিতরণ করি। এছাড়াও তিনি মহামারী প্রতিরোধে জনসচেতনা বাড়াতে ওয়ার্ড পর্যায় কমিটি গঠন করেন।