বিজ্ঞাপন দিন

জলঢাকা টেংগনমারীতে জনসমাগম এড়াতে খুটামারা ইউপি চেয়ারম্যান'র ব্যাতিক্রম উদ্দ্যোগ

এরশাদ আলম,(জলঢাকা,নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী বাজারে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসমাগম এড়াতে খুটামারা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম ব্যতিক্রম উদ্দ্যোগ গ্রহন করেছেন। বৃহস্পতিবার টেংগনমারী বাজারে ইউপি সদস্যদের ও গ্রামপুলিশ দের সাথে নিয়ে জনসমাগম এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে এবং যে সকল মানুষ অযথা ঘোড়াফিরা করছে তাদের বাড়ীতে অবস্থানের আহবান জানান। প্রয়োজন ছাড়া ঘোড়াফেরা না করাসহ লোকজনকে দ্রুত বাজার ত্যাগ করা কথা বলেন। এসময় নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া ব্যবসায়ীগন সব প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যান। চেয়ারম্যানের এমন উদ্দ্যোগক নেয়ায় ধন্যবাদ জানিয়েছেন অনেকে।এদিকে এমন উদ্দ্যোগ সম্পর্কে চেয়ারম্যান বলেন,যেহেতু করোনা ভাইরাস সব খানে মহামারী আকার ধারণ করেছে তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সেহেতু সকল মানুষের বাড়ীতে অবস্থানের বিকল্প নাই। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে।প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করা জাবেনা,জনসমাগম করা যাবে না। ঘরে থাকুন, ভালো থাকুন। এসময় বাংলাদেশ ছাত্রলীগ খুটামারা ইউনিয়ন শাখার সভাপতি আফজালুল হক আপন বলেন,আমাদের সকলকে সাবধানতার সাথে চলাফেরা করতে হবে এবং ঠিকমত হাত ধুতে হবে।বেশি প্রয়োজনে বাইরে বের হলে মাক্স ব্যাবহার কতে হবে।সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।