বিজ্ঞাপন দিন

করোনায় কর্মহীন মানুষের মাঝে ব্র্যাকের আর্থিক সহায়তা প্রদান

ফরহাদ ইসলাম বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ব্র্যাক অফিস। বেসরকারি এ উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্দ্যোগে গত ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত কমলপুর শাখায় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্র্যাকের উপকারভোগী ২২৫ টি অতিদরিদ্র পরিবারের বাড়ী-বাড়ী গিয়ে নগদ ১,৫০০ টাকা করে প্রদান করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন ব্র্যাক। পাশাপাশি করোনা ভাইরাস মুক্ত থাকার উপায় এবং হাত ধোয়ার কৌশল এবং বারবার হাত ধোয়া সম্পর্কে উপকারভোগীদের সচেতন করা হয়। মানবিক সাহয়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইউপিজি কর্মসূচির জোনাল ম্যানাজার কামরুল ইসলাম, জেলা সমন্বয়ক আরিফুর রহমান,আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি আলমঙ্গীর হোসেন, হিসাব ব্যবস্থাপক সেলিম হোসেন, ব্যবস্থাপক (ইউপিজি) আবু সুফিয়ান,কমলপুর শাখা ব্যবস্থাপক আব্দুল জব্বার,এনামুল হক এবং সৈয়দ ফাহিদ হাসানসহ ব্র্যাক দিনাজপুর আঞ্চলিক অফিসের অন্যান্য কর্মকর্তারা। ব্র্যাকের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সহায়তা পাওয়া ব্যক্তিরা বলেন “আমাদের এই দূর্দিনে যখন আয়রোজগার বন্ধ হয়ে গেছে তখন কেউ খোঁজ-খবর না নিলেও ব্র্যাক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে।”সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের উন্নয়ন নিয়েই ব্র্যাকের এ কর্মসূচিটি কাজ করে বলে জানান,ব্র্যাকের কমলপুর শাখা ব্যবস্থাপক আব্দুল জব্বার।