বিজ্ঞাপন দিন

নীলফামারীতে রংধনুর করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু করোনাভাইরাস প্রতিরোধে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান, হাট বাজারে জীবানু নাশক স্প্রে ছিটানো, সচেতনতা মূলক লিফলেট বিতরণসহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করছে । এর ধারাবাহিকতায় এবার ডিলার ননী গোপাল রায় (নন্দ) এর মাধ্যমে সরকারী ১০ টাকা কেজি দরে চাল বিতরণের সময় জনগনের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য দুরত্ব মার্কিং, হাত ধোঁয়া, সকলের মাক্স পরিধান নিশ্চিতকরনসহ প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় রংধনু সংগঠনের সাধারন সম্পাদক আলী আকবর সম্রাটের নেতৃত্বে রংধনু এ কার্যক্রম পরিচালনা করেন । এ সময় উপস্থিত ছিলেন রংধনুর সভাপতি ডোমার পোষ্ট মাষ্টার লেবু চন্দ্র রায়, সহ-সভাপতি বিকাশ রায় বাবুল, সহ-সাধারন সম্পাদক আনছারুল ইসলাম সজীব, সাংগঠনিক সম্পাদক সুমন রায়, বিতর্ক ও কুইজ বিষয়ক সম্পাদক অনন্ত রায়, যুগ্ম সাধারন সম্পাদক ভূপেন রায় প্রমূখ। কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে রংধনুর বিতর্ক ও কুইজ বিষয়ক সম্পাদক অনন্ত রায় বলেন, বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে রংধনু অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারের ১০ টাকায় চাল বিতরণকালে সামাজিক দুরত্ব বজার রাখার জন্য রংধনু কাজ করছে। এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।