বিজ্ঞাপন দিন

জলঢাকা উপজেলায় করোনায় আক্রান্ত ৪ জনে দাঁড়ালো

এরশাদ আলম(জলঢাকা,নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা বৈশ্বিক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ উপজেলাটিতে ৪ জন। এদের মধ্যে একজন শিক্ষক ও দুইজন গার্মেন্টস শ্রমিক এবং একজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানাযায়। এতে করে আক্রান্তের সংখ্যা সবমিলিয়ে ৪ জনে দাঁড়িয়েছে।সাম্প্রতি আগে ১৩ই এপ্রিল উপজেলার ধর্মপাল ইউনিয়নে একজন শিক্ষার্থীর দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। ওই শিক্ষার্থীকে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়।আবার গত ২৮ এপ্রিল উপজেলার গোলনা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া এলাকায় ঢাকা ফেরত একই পরিবারের দুই জন ব্যাক্তি করোনায় পজেটিভ পাওয়া যায়।তারা ২ জন হলেন ফজিলা বেগম (২৪) ও রওশন আলী (২০) তাদের বাড়ী গোলনা ডাঙ্গাপাড়া এলাকায়।ওই দুইজন ঢাকায় গার্মেন্টস চাকুরী করতেন। একই দিনে পৌরসাভার ২ নং ওয়ার্ড মাথাভাঙ্গা এলাকায় ১ জন মাদ্রাসার শিক্ষক করোনায় পজেটিভ হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর বলেন, কিছুদিন ধরে অসুস্থ বোধ করলে গত ২৬ এপ্রিল নিজ ইচ্ছায় ওই শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা টেস্টের নমুনা দিয়ে যান।২৮ এপ্রিল সন্ধ্যায় তার নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া যায়। জানাযায় ওই শিক্ষক কে ওইদিন রাতেই নীলফামারী সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন ২৮ এপ্রিল বিকেলে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।