বিজ্ঞাপন দিন

তেতুলিয়া উপজেলা আ”লীগের সভাপতি ও ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধ পরিষদের খাদ্য সামগ্রী বিতরন

আব্দুল মালেক, স্টাফ রিপোর্টারঃ কর্মহীন হতদরিদ্র মানুষদের পাশে দাড়িয়েছে পঞ্চগড় তেতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল ও পঞ্চগড় জেলা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি শেখ মো. হাবিবুর রহমান। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনায় দেশের মানুষ “হোম কোয়ারেন্টাইনে” নিজ বাড়িতে দিনযাপন করায় চরম ভোগান্তিত্বে পড়ছে শ্রমজীবি মানুষ। এসব শ্রমজীবি মানুষ কর্মহীনতায় পড়ায়, তাদের পাশে দ্বাড়াতে বিত্তবান শিল্পপতি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়ে বুধবার (১লা এপ্রিল) পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ, বোয়ালমারী ও শালবাহান রোড এলাকায় করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল ও শেখ মো. হাবিবুর রহমান। তাদের নিজেস্ব অর্থায়নে গরিব অসহায় ও ভ্যান চালক সমিতির সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, আধাঁকেজি ডাল, আলু, পিয়াজ, তেল, সাবান ও দিয়াসলাই এমনকি হেনস্যানিটেশন সামগ্রী এসব পরিবারের বাড়িতে বাড়িতে পৌছে দেন। এসময় জেলা একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাসহুদা বেগম ইপস্থিত ছিলেন। বিতরণ কালে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয়ে সর্তকতা মূলক পরামর্শ দেওয়া হয়। প্রতিনিয়ত হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্নতা থাকা,মাস্ক ব্যবহার করা, নিদির্ষ্ট দুরত্ব বজায় রাখাসহ নানাবিদ পরামর্শ ও বিত্তবান ব্যক্তিদেরকে গরিব কমৃহীন মানুষদের পাশে থেকে সহায়তার হাত রাড়ার অনুরোধ জানান তারা।