বিজ্ঞাপন দিন

জলঢাকায় মানছেনা সামাজিক দূরত্বতা

এরশাদ আলম(জলঢাকা,নীলফামারী)প্রতিনিধিঃ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে থেমে গেছে সবকিছু বদলে গেছে বিভিন্ন দেশের চিত্র।করোনায় অনেকের প্রাণহানি হয়েছে। আবার অনেকে আক্রান্ত হয়েছে। করোনা নিয়ে অনেক দেশ আতঙ্কের মধ্যে রয়েছে।এরই পেক্ষিতে বাংলাদেশেও করোনা ভাইরাস ক্রমে ক্রমে বেরেই উঠছে। অনেকের মৃত্যু হয়েছে আবার অনেকে আক্রান্ত হয়েছে। অনেক মানুষজন হোমকরোইন্টেনে রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব রাখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে কার্যক্রম অব্যাহত রয়েছে, বিভাগে, জেলায়, উপজেলায়, পৌরসভায়,ইউনিয়ন পর্যায়ে, শহর, গ্রামে ও ইত্যাদি জায়গায় প্রচার প্রচারনা বিভিন্ন ভাবে অব্যাহত রয়েছে।আবার অনেক জায়গায় লকডাউন করেছে ।

এরই পেক্ষিতে নীলফামারীর জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব রাখতে বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে ও অব্যাহত রয়েছে।কিন্তু কেউ ঠিকমতো মানছে না সামাজিক দূরত্ব করণ।উপজেলা প্রশাসন,থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন সামাজিক সংগঠন করোনা প্রতিরোধ করতে বিভিন্ন ভাবে কাজ করছে ও অব্যাহত রয়েছে। জানাগেছে,পৌরসভাসহ বিভিন্ন স্থানে রাস্তায় অটোভ্যানে,অটোরিকশায়,মটরসাইকেলে ৩/৪/৫ জন মানুষ বিভিন্ন স্থানে চলা ফেরা করছে এমন কি অনেকের মুখের মধ্যে মাস্কনেই। এভাবে চলা ফেরা করছে ও ৩/৪ জন মিলে কথাবলছে এভাবে চলতে থাকলে ঝুকি বেরে যাবে বলে জানান অনেকে। শুধু তাই নয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় যে সব মানুষ বাইরে থেকে এসেছে তাদের সকলকে নিজ নিজ বাড়িতে ১৪ দিন থাকতে হবে । এর পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।জলঢাকায় কাচাবাজার সহ বিভিন্ন বাজার ঘাট প্রসস্থ বড় মাঠে হলে সামাজিক দূরত্ব থাকবে বলে অনেকে জানান।