বিজ্ঞাপন দিন

ডোমারে ফেনসিডিলসহ ইউপি সদস্যার ছেলে আটক

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দেশে চলমান করোনা ভাইরাস সংকটেও থেমে নেই মাদক কারবারীরা। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলফামারীর ডোমারে সংরক্ষিত ইউপি সদস্যার ছেলে নয়ন ইসলামকে ফেনসিডিল বিক্রির সময় আটক করে ডোমার থানা পুলিশ। ফেনসিডিল বিক্রেতা নয়ন ইসলাম (২৫) উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ১,২,৩ সংরক্ষিত নারী সদস্য মোছা: অজিফা বেগম ও মৃত গোলাম রব্বানী বাবলুর ছেলে। তার বাড়ী পূর্ব বোড়াগাড়ী লালার খামার এলাকায়। বুধবার সন্ধ্যায় এসআই আজম, এএসআই মহাদেব, ফারুক সঙ্গীয় ফোর্সসহ বোড়াগাড়ী ব্রীজের পাড় এলাকায় একটি মুদির দোকানের সামনে রাস্তায় বিক্রির সময় ৪ বোতল ফেনসিডিলসহ নয়ন ইসলামকে আটক করে। এবং রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ডোমার থানা মামলা নং ৪, তাং ০৮এপ্রিল ২০২০ইং। অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ৪ বোতল ফেনসিডিলসহ নয়নের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক বেচাকেনার অনেক অভিযোগ আছে। বুধবার অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।