বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের বুড়িতিস্তা নদীর চর হলদীবাড়ী গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই এলাকার আব্দুর রহমানের ছেলে একরামুল হক (৩৫) ও সাফিন মিয়াকে (২২) তাদের নিজ বাড়ি থেকে ৫৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নং০১,তারিখ ০২/০৪/২০ইং। থানা সূত্রে জানা যায়,নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন এর নির্দেশে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এস.আই মোস্তানছির বিল্লাহ ও এ.এস.আই রেজাউল হকের একটি টিম মাদক বিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,‘‘আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট হইতে ফেন্সিডিলগুলো ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে গননা করছিল। এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।’’