বিজ্ঞাপন দিন

ডোমারে সরকারী আদেশ অমান্য করায় দুই দোকানদারসহ ৩মোটর সাইকেল আরোহীকে জরিমানা

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সরকারী আদেশ অমান্য করায় দুই দোকানদারসহ ৩মোটর সাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ডোমার বানোওয়ারীর মোড় এলাকায় পার্টসের দোকানদান আজাদুল ইসলাম ও প্লেন সীটের দোকানদান এলিন হক সরকারী আদেশ অমান্য করে দোকান খোলায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে উপস্থিত হয়ে দুই দোকানদারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন। অপরদিকে সরকারী নির্দেশনা মোতাবেক সাধারন জনগনকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে ও বাজার মনিটরিং করার সময়ে ডোমার বাজারে অভিযান পরিচালানাকালে ট্রাফিক আইন অমান্য করায় ৩ মোটর সাইকেল আরোহীকে ১ হাজর করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,এস আই আব্দুল লতিফসহ সঙ্গীয় ফোর্স।