বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রশাসনের যতেষ্ট চেষ্টায়ও ঘরে ফিরছে না সাধারণ মানুষ!

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষকে ঘরমুখী করতে সেনাবাহিনীকে সাথে নিয়ে যতেষ্ট চেষ্টায় কাজ করছেন নীলফামারীর জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। প্রশাসনের পাশাপশি কাজ করছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। করোনার সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকলকে ঘরে থাকার নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয় সে অনুরোধও জানানো হচ্ছে। কিন্তু মানুষের অসচেতনতার কারণে মানুষকে ঘরমুখী করতে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসনের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জ সেনাবাহিনীর একটি দলকে সাথে নিয়ে পৌরশহর থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ও এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে করোনা বিষয়ে সচেনত করছেন এবং সকল পরামর্শ মেনে চলার জন্য আহ্বানও জানাচ্ছেন। তারপরও এ উপজেলার মানুষের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসেনি। প্রশাসন চলে যাওয়ার সাথে সাথেই হাট-বাজারগুলো জনসমুেেদ্র পরিণত হচ্ছে। এছাড়াও পৌরশহরে অনেককে কারণ ছাড়াই ঘুরতে দেখা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে থাকা) আবুল কালাম আজাদ বলেন,‘‘ আজ (সোমবার) থেকে আমরা কঠোর অবস্থান গ্রহণ করবো, সন্ধ্যা ছয়টার পরে ঔষুধ দোকান ব্যতিত অন্য কোন দোকান খোলা থাকবে না এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাদের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা হবে।’’