বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৪ শত পরিবারের মাঝে চাল ও আলু বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লকডাউনের কারণে কর্মহীন মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারী জলঢাকা উপজেলায় আজ মঙ্গলবার সকালে বগুলাগাড়ী মিয়া পাড়া এলাকায় পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের কর্মহীন অসহায় ৪ শত পরিবারের মাঝে ৫ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরন করা হয়। কুয়েত প্রবাসী আবু সাঈদ চৌধুরীর আর্থিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরন করেন জলঢাকা পৌরসভার মেয়র প্রার্থী ও সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী জিয়া, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এসময় উপস্থিত ছিলেন এসআই মোকছেদুল ইসলাম, সমাজসেবক মাসুম চৌধুরী ও ছাত্রলীগ নেতা আজম সরকার। এসময় জিয়া চৌধুরী পৌরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার আহবান জানান। সামাজিক দুরত্ব বজায় রেখে চলফেরা করা ছাড়াও সমাজের বত্তবান মানুষকে কর্মহীন মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।