বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুইটি বাজারের স্থান পরিবর্তনের মাইকিং

এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব রাখতে কাঁচাবাজার ও মাছবাজার দুইটি স্থান পরিবর্তনের সিদ্ধান্ত গৃহিত হয়। সকলের স্বাস্থ্য নিরাপত্তার ও জনসচেতনতার জন্য পৌরশহরে প্রতিটি স্থানে উপজেলা প্রশাসনের মাইকিং করা হয়। জানাগেছে, রোববার পৌরশহরের প্রতিটি স্থানে উপজেলা প্রশাসনের মাইকিং করে জানানো হয় গত কাল থেকে কাঁচাবাজ স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ও পুরাতন গরুহাটি মাঠে মাছবাজার বসানোর ঘোষনা দেয়া হয়েছে।পূর্বের ন্যায় যে সব দোকান দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে,চালের দোকান,মুদির দোকান,কাচামালের দোকান,ফলের দোকান । আর ঔষধের দোকান পূর্বের ন্যায়ে খোলা থাকবে।সামাজিক দূরত্ব রেখে ক্রয় বিক্রিয় করতে হবে এবং চলাচল করতে বলা হয়।শুধু তাই নয় জরুরী প্রয়োজনে বাইরে ঘুরা ঘুরি করা নিষেধ করা হয়েছে।