বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিমুলবাড়িতে সামাজিক দূরত্ব রেখে ১০ টাকা মূল্যের চাউল বিক্রি করছে ডিলাররা

এরশাদ আলম(জলঢাকা,নীলফামারী)প্রতিনিধিঃ "শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ"এ বিষয়কে সামনে রেখে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে খাদ্য মন্ত্রণালয়,খাদ্য অধিদপ্তর,খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাউল বিক্রি করছেন ডিলাররা।জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব থেকে দুই হাত স্প্রে করে সুন্দর ভাবে চাউল বিক্রি করছেন ,শিমুলবাড়ি ইউনিয়নের বালার পুকুর বাজারের ডিলার আফজাল হোসেন,লাজু ইসলাম,সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র রায়,ফরিদুল ইসলাম।তারা বলেন, বর্তমান যে পরিস্থিতি তাতে করে আমাদের সকলকে সামাজিক দূরত্ব থাকতে হবে ও দুই হাত ধুতে হবে, মাক্স ব্যাবহার করতে হবে, সকলকে সচেনতনা থাকতে হবে।সরকারে নির্দেশনা মোতাবেক চলতে হবে। ঘরে থাকি ভালো থাকি,বেশি প্রয়োজন হলে বাইরে যাব,পরে বাড়িতে এসে ভালো ভাবে হাত ধুই।শুধু তাই নয় জনসমাগম না করা খুবেই জরুরী কাজ থাকলে সাবধানতার সাতে কাজ শেষ করে বাসায় এসে দুই হাত পরিস্কার করে দুতে হবে।অত্র ইউনিয়নের ইউপি সদস্য জিতেন চন্দ্র রায় তিনি সকলের উদ্দেশ্য বলেন,আমরা সকলেই সরকারের নিয়োম অনুযায়ী চলি তাহলে ভালো থাকবো। আজকে দূরে থাকবো আগামীতে কাছে ডেকেনিবো।নিয়োম মতো দুই হাত ধুই, মাস্ক ব্যাবহার করি জনসমাগম থেকে দূরে থাকি,আলিংগন করবোনা,হ্যানসেক থেকে বিরত থাকতে হবে।তবে ফসকলেই সুন্দর একটি বাংলাদেশ সবার মাঝে উপহারা দিতে সক্ষম হবো।জনসচেতনতা থাকলেই এ ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হবোই। আসুন সকলেই আমরা সচেতন থকি।