বিজ্ঞাপন দিন

জলঢাকায় কাঁচাবাজার স্টেডিয়াম মাঠে

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে জনসাধারনকে রক্ষা করতে নীলফামারীর জলঢাকা পৌর শহরের কাঁচাবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে কাচাবাজারের ব্যাবসায়ীরা তাদের মালামাল নিয়ে স্টেডিয়াম মাঠে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অস্থায়ীভাবে দোকান বসায়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। এদিকে দুপুরে কাচা বাজার পরিদর্শনে আসেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। তিনি জানান, এখন থেকে প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কাঁচাবাজার চলবে। 

এখানেই সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ কাচা বাজার ক্রয় করতে পারবেন। বঙ্গবন্ধু চত্বরে জায়গা কম থাকায় সেখানে দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়ায় বাজার এখানে স্থানান্তর করা হয়েছে। জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিদিনই বাজার মনিটরিং করার জন্য একটি টিম কাজ করবে।' এছাড়াও, জলঢাকা মাছ বাজার বঙ্গবন্ধু চত্তর সংলগ্ন পুরাতন গরু হাটে সরিয়ে নেয়া হয়েছে।