বিজ্ঞাপন দিন

জলঢাকা কাঁচা বাজারের স্থান পরিবর্তন

ভ্রাম্যমাণ সংবাদদাতা ঃ নীলফামারীর জলঢাকা কাঁচা বাজারের স্থান পরিবর্তন করে জলঢাকা কেন্দ্রীয় ঈদগা মাঠে স্থানান্তর করা হয়েছে। কভিট-১৯, করোনা ভাইরাস এর সক্রামন থেকে সাধারণ মানুষ যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঈদগা মাঠে সাদা রং দিয়ে ব্যবসায়ীদের স্থান নির্ধারন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর সার্কেল রুহুল আমিন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাবেক মেয়র ইলিয়াচ হোসেন বাবলু, জলঢাকা পৌরসভার প্যানেল মেয়র রুহুল আমিন প্রূমুখ। অস্থায়ী কাঁচাবাজার আগামীকাল শুক্রবার থেকে ঈদগা মাঠেই বসবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঈদগা মাঠের অস্থায়ী বাজার থেকে কাঁচা বাজার ক্রয়/বিক্রয় করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলকে বলা হয়েছে।