বিজ্ঞাপন দিন

জলঢাকায় অসহায় মানুষের পাশে গ্রাম সামাজিক শক্তি কমিটি

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো হয়ে পড়েছে অসহায়। অনেকের খাবার সংকটও হয়ে পড়েছে। তাই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে জলঢাকা ব্র্যাক (ইউ পি জি কর্মসূচি) কর্তৃক গঠিত গ্রাম সামাজিক শক্তি কমিটি। সোমবার এ কমিটির উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন অসহায় ৫’শ মানুষের মাঝে ৫’শ পিচ মাস্ক,চাল,ডাল,সাবান ও পাউডার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউ পি জি শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান,গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক স্বাধীন প্রমুখ। এছাড়াও ওই কমিটির মাধ্যমে বিভিন্ন গ্রামে গ্রামে জিবাণুনাশক স্প্রে করা,করোনা ভাইরাস নিয়ে তৃণমূল পর্যায়ের মানুষদের সচেতনতা সৃষ্টি, লিফলেট, স্টিকার হ্যান্ডওয়াস বিতরন ও হাত ধৌত করার কৌশল শেখানো হয়।