রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের দাবীতে গত দুই দিন হতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে আছে প্রেমিকা। গত রবিবার বিকাল হতে সোমবার বিকাল পর্যন্ত উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা কামারপাড়া এলাকার সুদেন রায়ের ছেলে সুমন রায় অর্পনের (২৪) বাড়িতে সে অবস্থান করছে। প্রেমিকা মেয়েটি ২০১৭ সালে এসএসসি পাশ করার পর একটি বেসরকারী গার্মেন্টস কোম্পানীতে চাকরী করে। প্রেমিক-প্রেমিকা প্রতিবেশী।
বিয়ের দাবীতে অবস্থান করা মেয়েটি জানান, সুমন আর আমার ছয় মাস হতে প্রেমের সম্পর্ক্য। সে বিয়ের কথা বলে একাধীকবার আমার সাথে শারিরিক সম্পর্ক্য করে। কিন্তু এখন সে আমাকে বিয়ে না করে তালবাহানা শুরু করে। তাই আমি বিয়ের দাবীতে সুমনের বাড়িতে বসে আছি।
তবে সুমন বলেন, আমার সাথে তার কোন সম্পর্ক্য কোন সময় ছিল না। সে শুধুমাত্র আমার প্রতিবেশী।
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও ইউপি সদস্য খগেন চন্দ্র জানান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শুনলাম মামলার প্রস্তুতি চলছে।