বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে অসহায় দুস্থ মানুষের পাশে এমপি ডিউক

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় অসহায় গরীব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার এক হাজার পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন তারাগঞ্জ-বদরগঞ্জ সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক (এমপি) । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক হারুন অর রশিদ বাবুল, স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, পিআইও আব্দুল মমিন, তদন্ত অফিসার ইনচার্জ শুকুর আলী মিয়া, ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, এসএম মহিউদ্দিন আজম কিরণ। এছাড়াও ওই সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারি, দলীয় বিভিন্ন সংগঠনের নেতা উপস্থিত ছিলেন। আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুবিধা ভোগীর তালিকা তৈরি করা হয়েছে। এতে ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশা চালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, অতিদরিদ্র সহ অসচ্ছল মানুষ রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে তালিকা করা হয়েছে তা দেখে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে ৩০ মেট্রিক টন চাল ডাল সাবান আলু এবং নিজস্ব তহবীল হতে ওই চালের সাথে লবণ তৈল তিন হাজার ছিন্নমূল পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে।