বিজ্ঞাপন দিন

জলঢাকার কৈমারীতে সামাজিক সংগঠন "আলোর বাহনে"র পক্ষে ৮০০ পরিবারের মাঝে খাদ‍্য সামগ্রী প্রদান

মন্জুর মোর্শেদ রাজা,নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী বাজারে আজ ৮০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আলোর বাহন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরন করা হয়েছে।আজ সকাল ১০ টায় সংগঠনের সদস‍্যরা কৈমারী বাজারের হোটেল শ্রমিকদেরকে প্রত‍্যেক হোটেলে তাদের ত্রাণ পৌঁছে দেয়।তারপরে দুপুর ১২.০০ টায় কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে বাকি অসহায় ও দুঃস্থ ব‍্যক্তিদের মাঝে ত্রাণ বিতরন করে।

এ সময় তারা প্রত‍্যেক পরিবারকে চাল ৫ কেজি,আলু ২.৫ কেজি,লবন ৫০০ গ্রাম,মুড়ি ১/২ কেজি, তেল ১/২ কেজি,পিয়াজ ১/২ কেজি,ডাল ১/২ কেজি, ১ টি করে সাবান বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন কৈমারী মডেল ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, জলঢাকা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মকছুদার রহমান লেলিন, কৈমারী ইউপি সদস‍্য মতিয়ার রহমান,সিরাজুল হক বসুনিয়া, বিশিষ্ট‍্য ব‍্যবসায়ী রশিদুল হক,সাইদুল হক বসুনিয়া সহ আলোর বাহনের সদস‍্যবৃন্দ।