জল ডেস্ক ; দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৩৯০ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১২০ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭৭২ জন। বুধবার (২২ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬
টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ঘণ্টায় ৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে
মোট ৯২ জন করোনা আক্রান্ত সুস্থ হলেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ
করা ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের মধ্যে ৭ জন ঢাকার ও ৩
জন ঢাকার বাইরের। ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা ১ জন করে রোগী মারা
গেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬০
বছরের বেশি বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী আছেন ২ জন, ৪১ থেকে ৫০ বছর
বয়সী আছেন ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন।