বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় নিষেধাজ্ঞা ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫ ব্যবসায়ীর ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস। আজ বুধবার (২২ এপ্রিল) দোকান খোলা রাখায় উপজেলার পৌরশহরে ৩ কসমেটিক ব্যবসায়ীর ৩ হাজার করে ৯ হাজার ও এক কাপড় ব্যবসায়ীর ৫ হাজার টাকা এবং খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারে এক টিন ব্যবসায়ীর ৫ হাজারসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

পরে তিনি উপজেলার বিভিন্ন হাটবাজার মনিটরিং করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সকলকে বাড়ীতে থাকার আহবান জানান। ভ্রাম্যমাণ পরিচালনার সময় সহযোগীতা করেন জলঢাকা থানা পুলিশ।