বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌর জাতীয় যুব সংহতির উদ্যোগে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। আমাদের দেশেও রাষ্ট্রীয়,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে নেয়া হচ্ছে নানাবিধ কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকা পৌর জাতীয় যুব সংহতির উদ্যোগে 'করোনা ভাইরাস' প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে।বৃহস্পতিবার পৌর শহরের মহাসড়ক,মোড় ও অলিতে-গলিতে বিভিন্ন এলাকায় 'করোনা ভাইরাস' প্রতিরোধে সারাদিন ব্যাপি এ কার্যক্রম করে। জীবাণুনাশক স্প্রে প্রয়োগ সম্পর্কে জলঢাকা পৌর জাতীয় যুব সংহিতর আহ্বায়ক জাকির হাসান হাসু বলেন, বৃহৎ পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে আমরা পৌর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জোর চেষ্টা চালাচ্ছি।তিনি আরো বলেন, ইতোমধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রচারণা এবং মাস্ক,লিফলেট বিতরণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুব সংহতির সদস্য সচিব আনিচুর রহমান জাদু,উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব আজাহারুল ইসলাম রাজা সহ আরও অনেকে প্রমূখ।