বিজ্ঞাপন দিন

ডোমারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম, ডোমার থানা ওসি (তদন্ত) বিশ্বদেব রায় বক্তব্য রাখেন। 

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, সেনা কর্মকর্তা ক্যাপটেন তানজিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলার সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার মানুষ মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।