বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর ও জলঢাকা থানায় জেলা পুলিশের উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর ও জলঢাকা থানার রিভিন্ন ইউনিয়নে প্রায় দুই শত শ্রমজীবি কর্মহীন ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। বৃহস্পতিবার রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনে থাকা কর্মহীন বেকার মানুষদের পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ সুপারের ব্যক্তিগত ও জেলা পুলিশের অর্থায়নে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, মাস্ক ও সাবান প্রত্যেকটি পরিবারের মাঝে বিতরণ করা হয়। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রুহুল আমীন ও জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। এর আগে সদর থানায় বিতরণী উদ্বোধনের মধ্য দিয়ে জলঢাকা থানায় উদ্বোধন শেষে তিনি চলে যান।