বিজ্ঞাপন দিন

কৃষি অধিদপ্তর ও প্রশাসনের ব্যবস্থাপনায় জলঢাকা থেকে দক্ষিণাঞ্চলে ছুটছে কৃষি শ্রমিক

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ দেশে একদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্যদিকে পাকতে শুরু হয়েছে কৃষকদের কাংখিত ফসল চলতি বোরো মৌসুমের ধান। সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস রোধে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা থাকলেও ঘরে তুলতে হবে এই ফসল। তাই নীলফামারীর জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও থানা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বোরো ধান কাটামাড়াইয়ের কাজে পাঠানো হচ্ছে কৃষি শ্রমিকদের। দেশের খাদ্য সংকট ঘাটতি এড়াতে বোরো মৌসুমের ধান ঘরে তোলার কাজে পাঠানো হয় এসব কৃষি শ্রমিকদের। রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান কর্তনের জন্য কুমিল্লা ও বগুড়া, নাটোর সহ দক্ষিণের বিভিন্ন জেলায় ১০৩ জন কৃষি শ্রমিক পাঠানো হয়েছে। কৃষক বান্ধব সরকারের নির্দেশে খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য অাগাম বোরো ধান কর্তনের অভাবে যাতে ফলন বাধাগ্রস্থ না হয় সেজন্যই এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলার কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক। চলমান এ কার্যক্রম অব্যাহত জানিয়ে তিনি বলেন, দেশের হাওর অঞ্চলসহ বিভিন্ন জেলায় জলঢাকা উপজেলা হতে এ পর্যন্ত ৪৩১ জন কৃষি শ্রমিক প্রেরণ করা হয়েছে। তিনি জানান,বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যেসব কৃষি শ্রমিক কর্মহীন হয়ে বাড়ীতে বসে আছেন এবং ধান কাটতে দেশের বিভিন্ন স্থানে যেতে চান, তারা থানা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসে যোগাযোগ করতে পারেন। আমরা তাদের যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো