বিজ্ঞাপন দিন

জলঢাকায় যাতায়াতের রাস্তায় গর্ত,প্রতিবাদ করায় হামলা! থানায় অভিযোগ

রবিউল ইসলাম রাজ,(জলঢাকা) নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জনসাধারনের যাতায়াতের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় হামলা শিকার মৃত এছার উদ্দীনের ছেলে মহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ২১ এপ্রিল বিকেলে পৌর শহরের হারামাইন মসজিদ পাড়ায় ঘটনাটি ঘটেছে। অভিযোগে জানা যায়,ওই এলাকার দোদুল হোসেনের ছেলে দুলাল হোসেন (৩২) ও তার দলবল নিয়ে শত্রুতার জেরে মানুষের চলাচলের রাস্তায় গর্ত করে। এতে প্রতিবেশী মহিদুল ইসলাম বাধা নিষেধ করলে বাগবিতন্ডার একপর্যায়ে তাকে বেধরক মারপিট শুরু করে। খবর পেয়ে তাকে বাঁচাতে তার পরিবারে লোকজন এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা কোনমতে রক্ষা পায়। এতে আহত হয় মহিদুল সহ তার পরিবারের আরও দুইজন।সরেজমিনে প্রত্যক্ষদর্শী জানায়,রাস্তা পথে গর্ত করে স্লাপ সবাই নিয়ে হাতাহাতি হয়েছে। 

এ বিষয়ে বাদীর ভাই মাজদুল ইসলাম বলেন,তারা মানুষের চলাচলের রাস্তা গর্ত করে বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ করলে তারা অন্যায় ভাবে আমার পরিবারের লোকজনকে মেধরক পিটিয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। বিবাদী পক্ষের একজন বলেন,আমরা রাস্তা বন্ধ করিনি। বসতবাড়ির ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য রাস্তার ধারে গর্ত করে শক্ত স্লাপ বসিয়ে মাটি ভরাট করে দিয়েছি। এতে জনসাধারণের চলাচলে কোন সমস্যা হবে না। এখানে শুধু কথা-কাটাকাটি হয়েছে। মারামারি বা হাতাহাতি কোনটাই হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়,জনসাধারনের রাস্তা বন্ধ করা পুরোটাই বেআইনি। ওই রাস্তায় গর্ত করে শক্ত স্লাপ বসালে ঠিক আছে।