বিজ্ঞাপন দিন

নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্যসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে করোনা রোগির সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯২ জন)। র‌্যাবের ৬ সদস্য সহ নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) রাতে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেন। করোনা শনাক্তের বিষয়ে তিনি জানান, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জনে। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে র‌্যাব-১৩ সিপিসি-২ এর ৬ জন, ডোমার উপজেলায় ১ নারী (৪৫) ও সৈয়দপুর উপজেলায় ১ ব্যক্তি (৬৫)। সুত্র জানায়, নীলফামারী জেলার ওই ৮ জনের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে করোনা শনাক্ত হয়। 

আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন জানায়, জেলার ছয় উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৩১০ জনের। আর প্রাপ্ত ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে এক হাজার ১২৮ জনের। আইসোলেশনে ৫৬ জন আছেন । 

কোভিড-১৯ প্রমানিত রোগির সংখ্যা ৯২ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে দুই জনের।