বিজ্ঞাপন দিন

জলঢাকা খুটামারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ আর নেই

রবিউল ইসলাম রাজ, জলঢাকা প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকায় খুটামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সফল সাবেক ইউপি সদস্য ও টেংগনমারী বাজারের সাবেক হাট ইজারাদার আব্দুল মজিদ (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১২ টায় টেংগনমারী বাজার সংলগ্ন নিজ বাসভবন তিনি মারা যান। সে প্রয়াত বদিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান,আব্দুল মজিদ জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি নিজ ওয়ার্ডের একজন সফল ইউপি সদস্য হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।এছাড়াও তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ২ ছেলে, ২ মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাছাড়াও টেংগনমারী বাজারের সফল সার ব্যবসায়ী ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টায় ব্যবসায়িক দোকান বন্ধ করে বাড়ি ফিরে ঘুমানোর চেষ্টা করেন। তিনি রাত ১২ টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার জুম্মাবাদ টেংগনমারী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ইউপি সদস্য আব্দুল মজিদের মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় জনসাধারণ।