বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৭০০ শত গরীব মানুষের মাঝে ঈদ উপহার।

গোলাম রব্বানী ডলার জলঢাকা প্রতিনিধিঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৭০০শত দুস্থ মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছে মরহুম আলহাজ্জ ওসমান গনি ফাউন্ডেশন ।২৩মার্চ শনিবার সকালে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের বঙ্গবন্ধু কালিগঞ্জ হাট বাজারে এসব ঈদ সামগ্রী বিতরন করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, চাল। এসময় উপস্থিত ছিলেন শিমুল বাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জলঢাকা উপজেলার আও'য়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ আলী, সহযোগী ছিলেন জনাব মোহাম্মদ তালেব আলী সমাজ সেবক গোলনা ইউনিয়ন জলঢাকা নীলফামারী, জনাব মোঃ রশিদুল ইসলাম সমাজ সেবক গোলনা ইউনিয়ন জলঢাকা নীলফামারী, জনাব মোঃ মনিরুজ্জামান মনি সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ জলঢাকা উপজেলা শাখা। বক্তব্য রাখেন ছাত্র নেতা মনিরুজ্জামান মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় বিশ্বে অনন্য নজীর সৃষ্টি করেছেন।
এ পর্যন্ত তিনি সারাদেশে প্রায় ৬ কোটি মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন। তার দৃঢ় পদক্ষেপে বাংলাদেশের মানুষকে অভুক্ত থাকতে হয়নি। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গোলান ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে আওয়ামী’লীগ সরকারের দেয়া ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। যার কারনে গোলান ইউনিয়নের মানুষ ভাল আছে। লকডাউন ঘোষনার পর থেকে আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে বিপুল সংখ্যক কর্মহীন মানুষকে সহযোগীতা করে আসছি। এছাড়াও আমার ব্যাক্তিগত তহবিল থেকে আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে অত্র ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরনের সময় ইউনিয়নের গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।