রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের ফুপাতো ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেনের চাচাতো ভাই সামছুল হকের ছেলে সেলিম রেজার শখের এপাছি আরটিআর মটর সাইকেলটি রাতের আধারে নিজের নতুন নির্মাণাধীন বাড়ী থেকে চুরি হয়েছে।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে কোন এক সময়ে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামে নিজ বাড়ীতে চুরির ঘটনাটি ঘটে। সামছুল হকের ছেলে সেলিম রেজা জানান, আমরা একটি নতুন বাড়ী নির্মাণ করছি। নির্মাণাধীন বাড়ীর একটি রুমে পাশাপাশি দুটি মটর সাইকেল আরটিআর ও পালসার ছিলো কিন্তু চোরেরা পালসার মটর সাইকেলটি রেখে আমার এপাছি মটর সাইকেলটি নিয়ে যায়। রাতে (শনিবার) থানায় জিডি করবো।
পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম জানান, গতকাল ও আজ শনিবার পাশাপাশি দুটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এলাকায় দুটি মটর সাইকেল চুরি ঘটনায় বিষয়টি হতাশাজনক।