বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১০ বছরের এক শিশু করোনায় আক্রান্ত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় নতুন করে ১০ বছরের এক শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নতুন করে করোনা শনাক্ত ১জন ১০ বছরের শিশু মেয়ে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের কর্ণময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী। মেয়েটি গত ১১ মে পেটের ব্যথা নিয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য  বিভাগ তার ১৩ মে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। গতকাল শনিবার (১৬মে) রাতে তার করোনা পজেটিভের রির্পোট আসায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসেলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ডাঃ আরিফ হাসনাত জানান, জলঢাকা উপজেলায় মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্য ৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। ১ জনের মৃত্যু হয়েছে। ৩ জন নীলফামারী সদর হাসপাতালে ও ১ জন জলঢাকা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।