আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা পরিষদের ০৩নং আসনের মহিলা সদস্য শিউলী আক্তারের ব্যক্তিগত উদ্দোগে প্রায় ৭০জন কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। রবিবার বিকালে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল, লবন, সাবান, সেমাই চিনি ও পাউডার দুধ।
শিউলী আক্তার জানান, তিনি নিজেস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারেও ঈদ সামগ্রী বিতরণ করে আসেন। তবে এবার মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই পাশে আছি এবং থাকবো।