বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে মানবাধিকার সংগঠনের কমিটি গঠন এম. রাশেদুজ্জামান তাওহীদ সভাপতি, সুমন পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত

মানবাধিকার সংগঠন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২৩ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা শাখার অনুমোদন দিয়েছেন। কমিটির সভাপতি পদে কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের সহকারি শিক্ষক এম. রাশেদুজ্জামান তাওহীদ, সাধারণ সম্পাদক পদে কুড়িগ্রামের কৃতি সন্তান ও তরুণ সংগঠক সুমন পারভেজ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিক আজিজ নবগঠিত জেলা শাখার নেতৃবৃন্দকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কমিটির অন্যান্য পদে গোলজার রহমান সিনিয়র সহ-সভাপতি, রফিকুজ্জামান রেবু সহ-সভাপতি, হাবিবুর রহমান সহ-সভাপতি, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদুজ্জামান মণ্ডল রুমন যুগ্ম সাধারণ সম্পাদক, মাহ্ফুজার রহমান বিপ্লব সাংগঠনিক সম্পাদক, ডা.মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ-সাংগঠনিক সম্পাদক, আক্কাস আলী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আজিম উদ্দিন অর্থ সম্পাদক, জান্নাতুল ফেরদৌসী মহিলা বিষয়ক সম্পাদক, মমতাজ বেগম সহ-মহিলা বিষয়ক সম্পাদক, এ্যাড. রফিকুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক, শামীমুর রহমান শামীম সমাজ কল্যাণ সম্পাদক, মিজানুর রহমান প্রচার সম্পাদক, মাইদুল ইসলাম ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক, শাহাজাদা কবির ক্রীড়া বিষয়ক সম্পাদক, নুর আলম অফিস সম্পাদক, এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে হুমায়ুন কবির সোহেল, নজরুল ইসলাম লিটন, নবাব আলী ও রিয়াজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। এই কমিটি পরবর্তীতে জেলার সকল থানা শাখা অনুমোদনসহ সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সচেতনতা মূলক ও প্রশাসনিক সহযোগিতা নিয়ে কাজ করবেন।