বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বর্তমান করোনা ভাইরাসের কারনে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তাই শিশুদের কাঙক্ষিত পুষ্টি মেঠাতে নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ করছেন প্রাথমিকের শিক্ষকরা। বুধবার থেকে (১৩ মে) এ উপজেলায় ফিডিংয়ের বিস্কুট বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। পর্যায়ক্রমে জলঢাকা উপজেলায় ২৪৯ প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ হাজার শিক্ষার্থী জনপ্রতি ৫০ টি বিস্কুটের প্যাকেট পাবে বলে জানান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। প্রথামিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি এ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।