বিজ্ঞাপন দিন

নীলফামারীতে জেলা পরিষদ ও সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জেলা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারী জেলায় করোনা পরিস্থিতিত্বে ঘরে থাকা ৫ হাজার শ্রমজীবি কর্মহীন ও অসহায় গরীব দুঃখীর মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার সকালে টাউনক্লাব মাঠে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।



এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, মহিলা সদস্য ইসরাত জাহান পল্লবী শিউলী আক্তার উপস্থিত ছিলেন।


অপরদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শিশু পরিবারের এতিম ও রাবেয়া বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গনে ১শ’জন দূঃস্থ মানুষের মাঝে এসব ত্রাণ বিতরন করা হয়। দুর্যোগপূর্ন আবহাওয়ার মাঝেও পৃথক পৃথক স্থানে অসহায় মানুষদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।