বিজ্ঞাপন দিন

জলঢাকায় বন্ধু শিশু পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

ফরহাদ ইসলাম জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বন্ধু শিশু পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও মরণব্যাধি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল বন্ধু শিশু পরিবারগুলোর মধ্যে এসব সহায়তা প্রদান করেন। মঙ্গলবার দুপুরে বিদেশি সাহায্য সংস্থা আইরিশ এর আর্থিক সহযোগিতায় প্ল্যান বাংলাদেশ, ইউএসএস ও ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে উপজেলার খুটামারা ইউনিয়নের বামনা-বামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩৯৫ জন পরিবার প্রত্যেককে নগদ ৪ হাজার ৫’শ টাকা ও প্রচারনা লিফলেট প্রদান করা হয়। এর আগে করোনা ভাইরাস প্রতিরোধ প্রচারনামূলক দিকনির্দেশনা সম্পর্ণ বক্তব্য রাখেন,এমপি রানা মোহাম্মদ সোহেল, প্ল্যান বাংলাদেশ জলঢাকা স্পন্সার প্রোগ্রাম কো-অর্ডিনেটর লেয়াকত হোসেন ও বদরুন নাহার প্রমূখ। জলঢাকা উপজেলার ধর্মপাল,গোলনা, শিমুলবাড়ী,মীরগঞ্জ, খুটামারা ও কৈমারী এই ৬ টি ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষ্যে অস্বচ্ছল ২ হাজার ২ শত ১৬ জন বন্ধু পরিবার প্রত্যেককে পর্যায়ক্রমে এই সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান, নির্বাহী পরিচালক ইউএসএস নীলফামারী আলাউদ্দিন আলী।