বিজ্ঞাপন দিন

জলঢাকার ৯'শ দুস্থ পরিবার পেলো কাতার এর ত্রাণ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় করোনায় কর্মহীন ৯'শ দুস্থ পরিবার পেলো আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটির ত্রাণ সামগ্রী। মঙ্গলবার বিকেলে কৈমারী স্কুল এন্ড কলেজ চত্বরে ওই দাতা সংস্থাটির অর্থায়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকছুদার রহমান লেলিনের তত্বাবধানে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেককে ২০কেজি মিনিকেট চাল, ৫লিটার সোয়াবিন তেল, ২কেজি ডাল, ২কেজি বুট, ২কেজি খেজুর, ২কেজি পিয়াস, ২কেজি চিনি ও ১কেজি করে লবন বিতরণ করা হয়েছে। সময় বক্তব্য রাখেন, কৈমারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইদার রহমান ও জলঢাকা থানার এসআই বদরুদ্দোজা বাদল, এসআই মেজবাহ, হাফেজ মোঃ হায়দার আলী, কাতার চ্যারিটি কচুয়া সরদার পাড়া এতিমখানার পরিচালক হাফেজ মোঃ হায়দার আলী, কাতার চ্যারিটি বাংলাদেশ প্রধান কার্যলয়ের প্রতিনিধি আবু সায়েদ ও মেহেদী প্রমুখ। পরিচালক হাফেজ হায়দার আলী বলেন, আলহামদুলিল্লাহ করোনার এই দুঃসময়ে এ অঞ্চলের ৯'শ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আমি সবার পক্ষ থেকে ওই দাতা সংস্থাকে ধন্যবাদ জানাই।