রবিউল ইসলাম রাজ,জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় আপন শশুর শাশুড়ী ও স্ত্রীর বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেছে জামাতা আশিকুর রহমান। অভিযোগে জানা যায়,উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ভাটিয়াপাড়ার মৃত আব্দুল কুদ্দুস ভাটিয়ার ছেলে আব্দুল মালেক ভাটিয়া তার জামাতা দক্ষিণ দেশী বাই ধনতোলা এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে আশিকুর রহমানকে ফুসলিয়ে বাড়িতে ডেকে এনে মোটরসাইকেল কেড়ে নিয়ে ডাংমার করে তাড়িয়ে দেয়। পরে শশুর শাশুড়ী ও স্ত্রীর নাম উল্লেখ করে জলঢাকা থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে আশিকুর রহমান বলেন,প্রায় ৪ বছর আগে আমার বিয়ে হয়েছে। সংসার জীবনে ২ বছরের একটি বাচ্চাও আছে। কিন্তু আমার শশুর আমার বউকে বিভিন্নভাবে ফুসলিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে দিতেই থাকে। আমার বউ তার বাবার কথা মত চলে যার কারনে সংসারে অশান্তি লেগেই থাকে। ঘটনার দুইদিন আগে শশুর আমার বউকে নিয়ে যায়। পরে আমাকে ডেকে নিয়ে ডাংমারের একপর্যায়ে পকেটে থাকা ব্যবসায়িক টাকা ও মটরসাইকেল আটকে দিলে আমি থানায় অভিযোগ করি।