বিজ্ঞাপন দিন

অনলাইনে শুরু হয়েছে জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সেবা

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় কোভিড-১৯ করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে বাংলাদেশ সহ বিশ্ব স্থবির হয়ে আছে। জাতির এই ক্রান্তিলগ্নে দেশের জনগণের দোরগোড়ায় এনআইডি সেবা পৌছে দিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ গত ২৭ এপ্রিল হতে জাতীয় পরিচয়পত্রের অনলাইন সেবা কার্যক্রম শুরু করেছে। সেবার মধ্যে অনলাইন জাতীয় পরিচয় পত্রের কপি,নম্বর,তথ্য সংশোধন ও হালনাগাদ করণ এবং নতুন ভোটার নিবন্ধন আবেদন এছাড়াও মোবাইল এসএসম এর মাধ্যমে এ সেবা নিশ্চিত করা যায়। যে কোন প্রয়োজনে https://services.nidw.gov.bd অথবা ১০৫ নম্বরে কল করে এ সেবাগুলো গ্রহন করা যাবে। মঙ্গলবার দুপুরে সংবাদ কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার উজ্জল হোসেন। তিনি আরও বলেছেন,জনসাধারণ এখন ঘরে বসেই এনআইডি সেবা নিতে পারবে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় এসব সেবা পৌছে দিতে এমন উদ্যোগ গ্রহন করেছেন।