বিজ্ঞাপন দিন

জলঢাকায় করেনায় কর্মহীন মানুষদের মাঝে চেয়ারম্যানের নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ দেশ যখন করোনা মহামারিতে আক্রান্ত। এতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। ঠিক সেই মুহুর্তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নীলফামারীর জলঢাকার গোলনা ইউ’পি চেয়ারম্যান কামরুল আলম কবীর। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব তহবিল থেকে প্রায় ৭শত পরিবারের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি। শুক্রবার দুপুরে উপজেলার গোলনা ইউনিয়নে তার নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র এসব মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ইউ’পি চেয়ারম্যান কামরুল আলম কবীর অসুস্থ্য হয়ে ঢাকায় অবস্থান করলে তার পক্ষে এসব উপহার সামগ্রী তুলে দেন ভাই নাকিদুল আলম নাহিদ,ম্যানেজার শাহিন ও সমাজ সেবক মমতাজ আলী। 

এ বিষয়ে ইউ’পি চেয়ারম্যান কবীরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান,‘‘প্রতিবারে ঈদে আমার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্রদের সহযোগিতা করে থাকি। এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমার পরিষদ ও প্রশাসনের সাথে সার্বক্ষানিক যোগাযোগ রেখে ইউনিয়নবাসীকে সব ধরণের সেবা দিয়ে আসছি।’’