বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়

এরশাদ আলম, জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর কারনে উপজেলার ১১ টি ইউনিয়নসহ পৌরসভার প্রতিটি মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করছেন। সোমবার (২৫ মে) সকাল ৯ টা ৩০ মিনিটে আলফালাহ্ জামে মসজিদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতের ইমামতি করেন অত্র মসজিদের পেশ ইমাম জামিয়ার রহমান। জামায়াত শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে সকলের জীবনের গুনাহ মাফ চাওয়া হয়েছে।সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।জামায়াত শেষে কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা।করোনার সংক্রমণ ঠেকাতে ঈদগাহে কিংবা খোলা জায়গায় এবার ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ দেশের মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে এবার ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।