বিজ্ঞাপন দিন

নীলফামারীতে তিস্তার পানিতে দুই উপজেলার ৯টি ইউনিয়ন প্লাবিত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ ২৬ জুন শুক্রবার সকাল হতে ভারি বৃষ্টিপাত হওয়ায় এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর দুটি উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ১৫”শ পরিবারের বসতবাড়ি ও চাষাবাদের জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

উজানের ঢলে আসা তিস্তা ব্যারেজের পানি ১৮ সেন্টিমিটার বিপদসীমা অতিক্রম করেছে। যার কারনেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং তিস্তার পানি দ্রুত বেড়ে যাচ্ছে।



শনিবার সরেজমিনে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের ফলে উজানের ঢলে ডিমলা উপজেলা টেপাখড়িবারি, গয়াবারী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, খগাখড়িবাড়ী ৫টি ইউনিয়নে চরের ব্যাপক ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যার পানিতে প্লাবিত হয়েছে ্সব এলাকা। এছাড়াও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের প্রায় ১৫টি চর তিস্তার পানিতে প্লাবিত হয়।



ছাতুনামার চর এলাকার বেশক”টি পরিবারকে তাদের ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্রে নিয়ে যেতে দেখা যায়। তারা বলছে এই বন্যায় তাদের বসতবাড়ি, চাষাবাদের জমি ও বাপ-দাদার কবরগুলো তলিয়ে যায়, এমনকি বিভিন্ন প্রজাতি গাছপালাও প্রবল ঝড়ে ভেঙ্গে যায়।