বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনের জরিমানা



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ করোনাকালে স্বাস্থ্যবিধি না মানায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩ জন পথচারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা মাস্ক না পরে বাজারে ঘোরাফেরা করায় এই জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার পৌরশহর ও পেট্রোলপাম্পে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন। এসময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক প্রত্যককে ২ শত করে মোট ৬ শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন, এসআই ওসমান গণী, এসআই মুকুল হোসেন ও পেশকার এনামুল হক। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের চলমান এ অভিযান গোটা উপজেলায় অব্যাহত থাকবে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবেন না আর বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন।  তিনি আরো বলেন প্রশাসনের এই চলমান অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments