বিজ্ঞাপন দিন

জলঢাকায় ক্রয়কৃত জমি জবর-দখলের চেষ্টা! অত:পর হামলা! ছিনতাই

মানিক লাল দত্ত- নীলফামারীর জলঢাকায় একটি পরিবার জমি ক্রয় করে বসতবাড়ী নির্মানের পরেও হামলা ও ছিনতাই এর শিকার হয়েছেন। জানা গেছে,উপজেলার চেরেঙ্গা বটতলীর কালু আবদালের ছেলে বুদারু আবদাল (২৫) এর চাচা হেংগা আবদাল তার প্রতিবেশী ছবির উদ্দিনের কাছ থেকে জে,এল,নং-৬৪ খতিয়ান নং- ২১৪৮ এর ৩০৯৪ দাগের ৮ শতাংশ জমি কবলা মুলে গেল ২০০১ সালের ২৮ শে মার্চ ক্রয় করে অদ্যবদি ভোগ দখল করে আসছে। সম্প্রতি পার্শবর্তি একই এলাকার প্রয়াত কবির হোসেন এর ছেলে বজু মামুদ (৩৫),তার স্ত্রী নূর বানু (২৫) প্রয়াত কবির হোসেন এর স্ত্রী মহছেনা বেগম(৪৮), কাগজ পত্রাদি না থাকার পরেও পেশী শক্তির জোরে দীর্ঘদিন যাবত ক্রয়কৃত জমিটি বার বার দখল করার চেষ্টা করে।এক পর্যায়ে বুদারু আবদাল তার বোনের বিবাহের ৫০ হাজার টাকা নিয়ে সাধুর মন্দিরের উত্তর পশ্চিম রাস্তা দিয়ে যাওয়ার পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে বেধরক পেটায় এবং টাকা গুলো ছিনিয়ে নেয়। তার আত্ম চিৎকারে এলাকা বাসি এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বুদারু আবদাল সাংবাদিকদের জানায়, আমাদের জমি বেআইনি ভাবে তারা দখল করতে চায় ও আমাকে পিটিয়ে টাকা ছিনতাই করে এবং নানান ভাবে হয়রানী করছে। এ বিষয়ে বুদারু আবদাল বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছে।